Brand new Course Package released! Get 10% off your first purchase with code “Best10%”.

WELCOME TO BEST IT C.T.C

আমাদের সম্পর্কে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত

আমাদের গল্প

আমি মোশারফ হোসেন, একজন পেশাদার ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং BEST IT COMPUTER TRAINING CENTER-এর প্রতিষ্ঠাতা। ২০২১ সাল থেকে আমি অনলাইন আয়ের জগতে পা রেখেছি এবং এই অল্প সময়ের মধ্যেই ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি।

গত ৪ বছরের বেশি সময় ধরে আমি সফলভাবে কাজ করে যাচ্ছি YouTube SEO, ভিডিও প্রমোশন, Google Ads, Facebook Ads Campaign, এবং Google AdWords নিয়ে। এই অভিজ্ঞতাগুলো আমাকে শুধু দক্ষতাই দেয়নি, বরং শিখিয়েছে কীভাবে অনলাইন থেকে নিয়মিত অ্যাকটিভ ও প্যাসিভ ইনকাম গড়ে তোলা যায়।

বর্তমানে আমি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Upwork-এ একজন Top Rated Seller এবং Fiverr-এ একজন Level Two Seller হিসেবে কাজ করছি। এই পথচলায় আমি বিভিন্ন দেশি-বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার মাধ্যমে আস্থার প্রতীক হয়ে উঠেছি।

ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা ও দক্ষতা আরও মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমি প্রতিষ্ঠা করেছি BEST IT COMPUTER TRAINING CENTER — যেখানে তরুণ-তরুণীদের অনলাইন আয়ের জন্য আধুনিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের লক্ষ্য, বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ একটি প্রজন্ম গড়ে তোলা, যারা অনলাইনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

আমার ভিশন একটাই — জ্ঞান, দক্ষতা ও সুযোগের সংমিশ্রণে একটি আত্মনির্ভরশীল ফ্রিল্যান্সার কমিউনিটি তৈরি করা, যারা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হবে।

বাংলার জাতীয় সংবাদপত্র এবং সংবাদ চ্যানেল আমার গল্প কভার করছে

আমাকে নিয়ে জাতীয় পত্রিকায় ফিচার সমূহ

কিছু কনটেন্ট

Album

Rj Kibria ‍ Show

kaler kantho News

Channel 24 News

Offline Batch

Image Accordion content goes here!

maasranga tv

Online Batch

Our Mission

Skill First, Career Next.

আমাদের মিশন হলো:

বাংলাদেশের যুব সমাজকে আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা শেখানো।

বাস্তব ভিত্তিক (hands-on) শেখার অভিজ্ঞতা প্রদান করা।

ফ্রিল্যান্সিং ও রিমোট ক্যারিয়ার গড়ার জন্য আত্মবিশ্বাসী করে তোলা।

প্রযুক্তি নির্ভর একটি আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা।